মৌলভীবাজারের বড়লেখায় বালুমহাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মো. সেলিম উদ্দিন নামে এক ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা আনুমানিক দেড়টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আরোপ ও আদায় করে। উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জাহাঙ্গীর হোসাইন জানান, বড়লেখা শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্যের সহযোগিতায় বালুমহাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পিকআপ ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।