Breaking News

মিয়ানমারে স্কুলে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলি, ৬ শিশু নিহত

মিয়ানমারের একটি স্কুলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে করা গুলিতে অন্তত ৬ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে।

আজ সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
এদিকে মিয়ানমার সামরিক বাহিনী বলেছে, বিদ্রোহীরা সেনাবাহিনীকে আক্রমণ করার জন্য ভবনটি ব্যবহার করছিল। সেজন্য এই হামলা চালানো হয়েছে।

রয়টার্স কেন্দ্রীয় সাগাইং অঞ্চলের লেট ইয়েটকোন গ্রামে শুক্রবার সংঘটিত এই ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

মিজিমা এবং ইরাওয়াদ্দি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো গ্রামের একটি বৌদ্ধ বিহারে অবস্থিত স্কুলটিতে গুলি চালায়। এতে কিছু শিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়, অন্যরা পরে মারা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, পরে সামরিক বাহিনী শিশুদের মরদেহ ১১ কিলোমিটার দূরে একটি শহরে নিয়ে যায়। সেখানে তাদের সমাধিস্থ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে স্কুল ভবনে বুলেটের গর্ত এবং রক্তের দাগ দেখা গেছে।

এক বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনী বলেছে, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠী এবং সশস্ত্র গেরিলাদের সংগঠন ‘পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) স্কুলটির ওই ভবনে লুকিয়ে ছিল। অস্ত্র পরিবহনের কাজে ওই গ্রামটি ব্যবহার করছিল তারা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *