Breaking News

প্রতিটি রক্তকণার উপযুক্ত জবাব দেওয়া হবে: বিএনপি

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নেতাকর্মীদের প্রতিটি রক্তকণার উপযুক্ত জবাব দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীরা গুলির সামনে বুক পেতে চরম প্রতিরোধ গড়ে তুলতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ শনিবার বিকেলে নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লার (বুলু)। এতে তিনি নিজে ও তাঁর স্ত্রী শামীমা বরকতসহ (লাকী) কয়েকজন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে রাত পৌনে আটটার দিকে রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদসহ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন
বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলায় আহত তাবিথ আউয়াল
ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *