Breaking News

আসছে দেড় হাজার কোটি টাকার বৈদেশিক সহায়তা

দেশের একমাত্র জামানতবিহীন উদ্যোক্তা সহায়ক ঋণ বিতরণকারী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক অবহিত করণ সভায় জানানো হয়, খুব শিগগিরই দেশে ১৫০০ কোটি টাকার একটি বৈদেশিক সহায়তা আসছে। এই অর্থে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি উৎপাদন সামগ্রী ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থাও থাকবে। এতে করে বৈদেশিক মুদ্রা আমদানির একটি নতুন খাতও সৃষ্টি হবে।

গত শুক্রবার বিকেলে সংস্থার বগুড়া সদর অফিসে আয়োজিত স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্ম পরিকল্পনা ২০২২-২৩ শীর্ষক এই সভা মহাব্যবস্থাপক জান্নাতুন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন। সহকারি মহাব্যবস্থাপক সালমা বেগমের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক জি এম শাজাহান, বগুড়া সদরের সিনিয়র ম্যানেজার মো. নুর আলম, কাহালু উপজেলার সিনিয়র ম্যানেজার আতাউর রহমানসহ মিডিয়া ব্যাক্তিত্ব ও জনপ্রতিনিধিবৃন্দ।

Check Also

৩ দিনে ৭৮৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *