Breaking News

গতির প্রতিযোগিতা করতে গিয়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল গড়াই ফ্লাওয়ার মিলের সামনে গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন তিনজন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, সদরের ভাদালিয়া থেকে দুটি মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন চারজন। পথে তারা গতির প্রতিযোগিতায় লিপ্ত হয়। রাত আটটার দিকে গড়াই ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী। হাসপাতাল নেয়ার পর মারা গেছেন আরও একজন। বেঁচে থাকা একজনের অবস্থাও গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলো সদরের কুমারগাড়া এলাকার, রাহুল ও ফারুক মিস্ত্রি এবং মোহিনী বিল এলাকার জুয়েল। এদের সকলের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনায় আহত একজনের নাম বিপ্লব। তার বাড়ি চৌড়হাস এলাকায়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *