কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে বিয়ের আসরে বজ্রপাত ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ আটজন অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা বলেন, খোরশেদ আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দুপুরে বরপক্ষের লোকজনের আপ্যায়ন চলাকালীন বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের অগ্নিশিখা বাড়ির আঙ্গিনায় পড়লেও কারো শরীরে স্পর্শ করেনি, ফলে কেউ মারা যাননি। তবে এ সময় নারী ও শিশুসহ ৮ জন অজ্ঞান হয়ে যান।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারীরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।