Breaking News

আন্তর্জাতিক আদালতে হারলো ভারত,গুণতে হবে জরিমানাও

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক আদালতে কর দাবির মা’মলায় ভোডাফোনের কাছে হারল ভারত। শুধু তাই নয় ভারতকে দিতে হবে ৫৫ লাখ টাকা জরিমানা।
রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন ট্রাইবুনাল নেদারল্যান্ডসের কোম্পানিটির পক্ষে রায় দেয়। সুদ ও জরিমানাসহ যে কর দায় ভোডাফোনের ওপর ভারতের সরকার আরোপ করেছে, তা নেদারল্যান্ড ও ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।

একটি সূত্র জানিয়েছে, সুদ ও জরিমানাসহ ২০০ কোটি ডলারের কর এবং আরও ১৮৯ কোটি ডলার ভোডাফোনের কাছে দাবি করেছিল ভারত।
প্রায় ছয় বছর পর এই মা’মলার রায় দিল আন্তর্জাতিক আদালত। ইন্টারন্যাশলান আর্বিট্রেশন ট্রাইবুনালে যাওয়ার আগে ২০১২ সালে ভোডাফোনের পক্ষে রায় দিলেও পরবর্তীতে আইন পরিবর্তন করে পুরনো চুক্তির উপরেও করারোপের বিধান করে দেশটি।সময়.টিভি

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *