Breaking News

রাতে গেলেন চিকিৎসা দিতে, দুপুরে মিলল পা বাঁধা বিবস্ত্র লাশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নুর মোহাম্মদ টিপু (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের পোনে ১টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকার ব্রিজ নিচে ‘ধলিয়া খাল’ থেকে বিবস্ত্র ও পা-মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নুর মোহাম্মদ টিপু মাটিরাঙ্গা উপজেলার ১০নম্বর মুসলিম পাড়া মৃত মো. রকমত আলীর ছেলে। টিপু পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি থেকে চিকিৎসার কথা বলে তিন জন যুবক এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। ফোনও বন্ধ ছিল। এই নিয়ে পরিবার থেকে মাটিরাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও গণ্যমান্য ব্যাক্তিদের মৌখিকভাবে জানানো হয়। নিখোঁজ ৯ ঘণ্টা পর আজ দুপুর পোনে ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, নিখোঁজের পর থেকে আমরা চারপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। তবে তার কোন হদিস পাচ্ছিলাম না। পরে দুপুরের পোনে ১টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকার ব্রিজ নিচে তার মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *