করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে র্যাপিড কিটের উন্নয়নে আগামী সপ্তাহে ভারত যাবেন ইসরাইলি বিজ্ঞানীদের একটি দল। শুক্রবার (২৪ জুলাই) ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের বিজ্ঞানীরা দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে কাজ করবেন। কিট পরীক্ষার প্রথম ধাপ ইসরাইলে সম্পন্ন হয়েছে। শেষ ধাপের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা হবে ভারতে। ওই কিটের মাধ্যমে মাত্র ১ মিনিটে করোনার পরীক্ষার ফল জানা যাবে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দূতাবাস।
আরো বলা হয়, ইসরাইলি পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের সঙ্গে যৌথভাবে অভূতপূর্ব সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। শুক্রবার আক্রান্ত হয়েছে প্রায় ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী একদিনে যা সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ দিন মারা গেছে ৭৪০ জন। ভারতে মোট মৃত্যু ৩০ হাজার ৬ জনের বেশি।