ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামির ছুরিকাঘাতে সহকারি উপপরিদর্শক (এএসআই) আমীর হোসেন (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ, স্থানীয় ও সদর হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ঘটনায় আহত এমসআই মনি শংকর চাকমা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত আমীর হোসেন ময়মনসিংহের কতোয়ালি থানার মোনতাজ আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ পুলিশের একটি দল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গেছেন। ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়াসহ পুলিশের পক্ষ থেকে ওই আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল-আমিন কালের কণ্ঠকে জানান, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুনকে ধরতে চাঁনপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মামুন পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সিএনজিচালিত এক অটোরিকশাচালক আমীর হোসেনকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযানের সময় হামলা চালিয়ে সে পালিয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।