গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৮২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দেয়ায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৭ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড় এলাকায় এ ঘটনা হয়।
পুলিশ জানায়, দুপুরে ইনক্রেডিবল ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতনের টাকা তুলতে ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখায় যান প্রতিষ্ঠানটির ৬ কর্মকর্তা।
তারা মাইক্রোবাসে করে ফেরার সময় ৪ থেকে ৫টি মোটর সাইকেলে করে কয়েকজন দুর্বৃত্তরা এর গতিরোধ করে। এ সময় টাকার ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দেয়ায় এলোপাতাড়ি গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা।
এতে গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।