Breaking News

গাজীপুরে পোশাক কারখানার ৮০ লক্ষাধিক টাকা ছিনতাই, এক কর্মকর্তা গুলিবিদ্ধ

গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে এক পোশাক কারখানার ৮০ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এসময় কারখানার এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো দু’জন।

কারখানার জিএম (প্রডাকশন) মো. খোরশেদ আলম বাবুল জানান, রোববার উপজেলার মাটিকাটা এলাকার ইনক্রিডেবল ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের দিন ছিল। বেতনের টাকা উত্তোলনের জন্য হিসাব বিভাগের নির্বাহী কর্মকর্তা রাজীবসহ কারখানার ৬ কর্মকর্তা-কর্মচারী একটি মাইক্রোবাস নিয়ে ব্যাংক এশিয়ার কালিয়াকৈর বাজার শাখায় যান। এদের মধ্যে দু’জন নিরাপত্তা কর্মী ছিলেন। তবে তাদের সঙ্গে কোন অস্ত্র ছিল না। তারা ওই ব্যাংক থেকে ৮০ লাখ ২২ হাজার টাকা দু’টি ব্যাগে নিয়ে দুপুরে পুনরায় মাইক্রোবাস যোগে কারখানায় ফিরছিলেন।

তিনি জানান, পথে দুপুর সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটির সামনে খাড়াজোড়া মোড় এলাকায় পৌঁছে। এসময় সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি মাইক্রোবাস ও ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ৮/১০ জন সশস্ত্র ছিনতাইকারী কারখানার টাকাবাহী মাইক্রোবাসটির গতিরোধ করে। ছিনতাইকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং হাতুড়ি, চাপাতি ও রড দিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। পরে হামলাকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে ছিনতাইকারীরা কারখানার জুনিয়র মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার শুভকে (২৯) লক্ষ্য করে গুলি করে। এতে চোয়ালে গুলিবিদ্ধ হয়ে শুভ গুরুতর আহত হয়। পরে ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ দু’টি ছিনিয়ে নিয়ে চন্দ্রার দিকে পালিয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, ছিনতাইকারীদের গুলিতে আহত শুভকে আশংকাজনক অবস্থায় প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সময় কাঁচের আঘাতে কারখানার মাইক্রোবাসের দু’আরোহী আহত হয়।

তিনি আরো জানান, ছিনতাইকারীরা কারখানার ৮২ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে কারখানার অপর জিএম সানি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ছিনতাইয়ের এ ঘটনায় রাত ৮টার দিকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনাস্থলে ছিনতাইয়ের আলামত পেয়েছে।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, পোশাক কারখানার ৮০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ রাত ৮টা পর্যন্ত আটক করতে পারেনি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *