Breaking News

৫ হাজার কোটি টাকা নেওয়ার পর শ্রমিক ছাঁটাই অমানবিক: রিজভী

জুন মাস থেকে বিজেএমইএর সভাপতির শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা নেওয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, আপদকালীন ৫ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরেও পোশাক কারখানার মালিকরা নানা সহায়তা পান। এত সুবিধা নিয়েও চরম দুঃসময়ে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে তারা অমানবিক কাজ করেছেন। এর পেছনে অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে।

রিজভী অভিযোগ করেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘করোনাভাইরাস মোকাবিলায় জরুরি সহায়তা’ প্রকল্পে দুর্নীতি হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, এ প্রকল্পে যেসব সামগ্রী কেনা হচ্ছে তা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। প্রকল্পটির আওতায় এক লাখ প্লাস্টিকের চশমা, একলাখ ৭ হাজার পিপিই ও ৭৬ হাজার ৬০০ জোড়া বুট জুতা কেনার কথা। ৫০০ থেকে ১০০০ হাজার টাকা মূল্যের প্রতিটি চশমার দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা। প্রতিটি পিপিইর বাজারমূল্য হচ্ছে এক হাজার থেকে ২ হাজার টাকা্- যা ধরা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা। এক জোড়া বুট জুতার দাম ৩০০ থেকে ৫০০ টাকা, যা ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

রিজভী বলেন, সরকার ভেন্টিলেটর আমদানির পরিকল্পনা নিলেও এখনো কেনার কার্যাদেশ দেয়নি। আমদানির আগেই সেখানে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছে। খবর পাওয়া যাচ্ছে, দুর্নীতির কারণে এই কার্যাদেশ দিতে দেরি হচ্ছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *