কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব এবং টেলিভিশন অ্যাঙ্কর ফেরদৌস বাপ্পি।
রোববার তাকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। খবর :ইউএনবি
বেসরকারি যমুনা টেলিভিশনের সাবেক হেড অব প্রোগ্রাম ও সাংবাদিক সুপন রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আমাদের বন্ধু, একজন আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, সংগীত ও শিল্প উত্সাহী, টিভি অ্যাঙ্কর এবং পেশাদার বিপণনকারী ফেরদৌস বাপ্পি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং এখন তাকে আসগর আলী হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’
তার গুরুতর অবস্থার সর্ম্পকে বলতে গিয়ে সুপন আরও বলেন, ‘তার দুটি ফুসফুসই সংক্রমিত হয়েছে। তার প্লাজমা দরকার, তার রক্তের গ্রুপ বি পজেটিভ (বি+)। আমাদের বন্ধুর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাহায্য চাইছি।’
বহুমুখী প্রতিভাসম্পন্ন ও অন্যতম টেলিভিশন উপস্থাপক ফেরদৌস বাপ্পি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কুইজ ভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ এর উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন।