Breaking News

রাতভর ফুর্তির পর নারীকে গভীর কুয়ায় ফেলে দিলো তিন যুবক

রাতভর নারীকে নিয়ে ফুর্তি করলো। রঙ্গখেলায় মেতে উঠলো তিন যুবক। এরপর ওই নারীকে ছুড়ে ফেলে দিয়ে গভীর কুয়ার ভেতরে।- এমন ঘটনা ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার টিলাবাড়ি গ্রামে। কুয়ার ভেতরে পড়া ওই মহিলার আর্ত চিৎকারে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। একই সঙ্গে অমানুষিক এ ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়- বৃহস্পতিবার সিলেট থেকে এক নারীকে জৈন্তাপুরে টিলাবাড়িতে নিয়ে যায় তিন যুবক। ওই যুবকরা হচ্ছে- স্থানীয় কদমখাল গ্রামের কালা মিয়ার ছেলে ও মাদক বিক্রেতা জসিম উদ্দিন, চাঙ্গিল গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহীন আহমদ ও মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে বশির মিয়া।

রাতে টিলাবাড়ি গ্রামের বশির মিয়ার দোকানের পাশের পরিত্যক্ত একটি ঘরে ওই নারীকে রেখে ফুর্তি করে ওই তিন যুবক। এদিকে- রাত ৩ টার দিকে তারা ওই নারীকে পার্শ্ববর্তী একটি কুয়ায় ফেলে দিয়ে চলে যায়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দেখেন- কুয়ার মধ্যে এক নারী পড়ে আছে এবং সে চিৎকার করছে। খবর যায় জৈন্তাপুর পুলিশের কাছে।

পুলিশের একটি দল ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বশির মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই নারী জৈন্তাপুর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি শ্যামল বনিক। তিনি জানান- গ্রেপ্তারকৃত আসামি বশির মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *