Breaking News

চিতলমারীতে পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জেরে এক পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় ওই মুক্তিযোদ্ধার স্ত্রী, ছেলে, মেয়েসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্ধারের বাড়িতে এ হামলা চালানো হয়।

বিষয়টি ওই মুক্তিযোদ্ধা তাৎক্ষণিকভাবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এলাকাবাসী ও ওই পঙ্গু মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দার জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের উত্তর খলিশাখালি মৌজায় ১নং খতিয়ানে এসএ ১৭২ নং দাগে বাবুগঞ্জ বাজারে তার ১৮ শতক জমি রয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই জায়গা নিয়ে স্থানীয় ইলিয়াস শেখের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইলিয়াস শেখ ১৫/২০ জন লোক নিয়ে তাদের পরিবারের ওপরে হামলা চালায়।

হামলায় আহতরা হলেন- স্ত্রী সবিতা পোদ্দার (৫০), মেয়ে আখি স্বর্ণকার (৩০), ছেলে উজ্বল পোদ্দার (২৮), নাতি রাহুল স্বর্ণকার (১০) ও প্রতিবেশী কলেজ শিক্ষক প্রদীপ মন্ডল (৪৬)।

অভিযুক্ত ইলিয়াস শেখ হামালার বিষটি অস্বীকার করে জানান, তিনি ওই স্থানে চার শতক জায়গা কিনে করে বসবাস করছেন। তিনি কারো জায়গা দখলের সঙ্গে জড়িত নন।

এ ব্যাপারে চিতলমারী থানার এসআই সঞ্জয় দে জানান, মুক্তিযোদ্ধা ওই পরিবারের ওপর হামলার খবর শুনে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ওই পরিবারটি লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *