পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে নুসরাত (১১) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ধানখাল%8]Rইউনিয়নের চর নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নি’হত নুসরাত উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পড়াশুনা নিয়ে মা রিপা বেগম মেয়ে নুসরাতকে বকাঝকা করেন। সন্ধ্যায় বাড়ির লোকজন বাইরে থাকায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করে নুসরাত।
পরে রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।