Breaking News

তজুমদ্দিনে করোনা পজিটিভ মাতৃহীন কিশোরীর দায়িত্ব নিলেন এমপি শাওন

ভোলার তজুমদ্দিনে মা-হারা গৃহপরিচারিকা কিশোরীর করোনা পজিটিভ আক্রান্ত হওয়ার পর বাবা, ভাই,বোন কেউই তার পাশে থাকতে রাজি হয়নি। রোগীর অবস্থার অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসা ব্যয় বহনসহ যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহণ করলেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেল জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজীকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৯) বরিশালের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। করোনার উপসর্গ নিয়ে শিরিনা তার বড়বোনকে নিয়ে ২৮ মে হাসপাতালে আসলে নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ৩১ মে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয়।

উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন জানান, মা-হারা অসহায় গৃহপরিচারিকা কিশোরীর করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর জন্মদাতা বাবাসহ পরিবারের কেউই তার পাশে থাকতে রাজি হয়নি। টাকার অভাবে বিনা চিকিৎসায় করুণ পরিস্থিতির শিকার ওই রোগীর অবস্থা দিন দিন অবনতি হওয়ায় আইসিইউ সাপোর্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তিনি জানান, এমন অবস্থায় ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন অ্যাম্বুলেন্স ভাড়া, চিকিৎসা ব্যয় বহনসহ যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহণ করে বরিশাল প্রেরণের ব্যবস্থা করেন। শিরিনা আক্তার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *