Breaking News

১২৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ, মুম্বাইয়ে রেড এলার্ট জারি

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে রুপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।বুধবার এটি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আঘাত হানতে পারে। শহরটিতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবর থেকে এসব তথ্য জানা গেছে।এদিকে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসায় দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেটি ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে উত্তর অভিমুখ বরাবর এগিয়ে যাচ্ছে।ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই সময় পূর্ব মধ্য আরব সাগর অত্যন্ত উত্তাল থাকবে এবং স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১৩ ফুট উঁচু ঢেউ বয়ে যেতে পারে।এ সময়ে জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরিস্থিতির মোকাবেলায় মহারাষ্ট্র ও গুজরাটে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ৩১টি দল মোতায়েন করা হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *