Breaking News

এবার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার রোধে চ্যানেল খুলবে ৩ দেশ!

ইসলাম ও মুসলমানদের বিরু’দ্ধে গড়ে ওঠা ইসলামফোবিয়াসহ বিভিন্ন অ’পপ্র’চার রো’ধে একটি বিশেষ ইংরেজি চ্যানেল খোলার উদ্যোগ নেয়া হয়েছে। তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের উদ্যোগে আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমটি খোলা হবে। এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে দেয়া এক পোস্টে তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের এক ফাঁকে ‘প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আমি একত্রিত হয়ে ওই সিদ্ধান্ত গ্রহণ করেছি। চ্যানেলটি ‘ই’সলামফোবিয়া’ থেকে উৎপন্ন চ্যালে’ঞ্জসমূহের মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের মহান ধর্ম ইসলামের বাস্তব পরিচয়ও তুলে ধরবে।’ইমরান খান বলেন, ভুল তথ্যের কারণে যেসব লোক মুসলিমদের বিরু’দ্ধে ঐ’ক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে।

ধ’র্ম অবমাননার বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে হবে।নিউজিল্যান্ডের ক্রা’ইস্টচার্চে গত মার্চে দু’টি মসজিদে এলোপাতাড়ি গু’লি চালিয়ে ৫১ মুসল্লি’কে হ’ত্যা করে এক খৃষ্টা’ন জ’ঙ্গি। সে ঘটনাকে পশ্চিমাদের ছড়ানো ‘ইসলাম ফোবিয়া’র ফসল বলে মন্তব্য করেছিলেন ইমরান খান।

মিডিয়ায় মুসলমানদের যথাযথ উপস্থিতি থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুসলিম ইতিহাসের ওপর ভিত্তি করে সিরিজ ও সিনেমা তৈরি করে মানুষকে সঠিক ইতিহাস জানাতেই চ্যানেলটি খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *