বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের এক শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) দিনগত রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনরা জানান, রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু এ সময় আইসিইউ’র প্রয়োজন ছিল। কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না।
এর আগে ম্যাক্স ও সিএসসিআর হাসপাতালে নেয়া হলে এই রোগীকে ভর্তি করা হয়নি। পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ভর্তি নিতে অপারগতা প্রকাশ করে। রাত ২ টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।
ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল প্রশাসনের সাথে বৈঠকে বেসরকারি হাসপাতালে সেবা দেয়ার অঙ্গীকার করা হয়েছিল। তবে কথা রাখেনি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় কয়েক জনের।