নওগাঁর সাপাহারে ৪ কেজি গাঁজা সহ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল হাই।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকাল ১০ টায় উপজেলার গোয়ালা ইউনিয়নে ফজিলাপুর মোড় নামক স্থান একটি ভ্যানে যাত্রী সেজে যাচ্ছিল ওই বাবা-মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আলাউদ্দীন (৪৫) ও তার মেয়ে সামিহা (১৯) কে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ সময় তাদের নিকট থেকে ৪ কেজি গাঁজা, ১ টি স্মার্টফোন,১ টি বটন ফোন সহ নগদ অর্থ ১ হাজার ৬ শ টাকা জব্দ করেছে পুলিশ।