Breaking News

ইতালিতে ৩ মাস পর মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত

ইতালির করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রায় তিন মাস পর গতকাল (২৯ মে) দেশটিতে মসজিদে জুম্মার নামাজের জামায়েত অনুষ্ঠিত হয়। তবে উত্তরাঞ্চলের তিনটি প্রদেশের সংক্রমণের হার এখনও উদ্বেগজনক।

এদিকে শুক্রবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫১৬ জন। এদিন মারা গেছন ৮৭ জন।

ইতালিতে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর গত ২৫ মে খুলে দেয়া হয় মসজিদ। দীর্ঘদিন পর শুক্রবার জুম্মার জামাতে ছিল মুসল্লিদের উপচেড়া ভীড়! স্বাস্থবিধি মেন শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করতে দেয়া হয় মসজিদে। ১৪ বছরের নীচে ও ৬৫ বছরের উপরের কাউকে মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি!

এদিকে ইতালির উওরাঞ্চলীয় লুম্বারদিয়া, লিগুরিয়া ও পিমন্তে প্রদেশগুলিতে গত কয়েকদিন যাবত করোনা সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে প্রদেশ তিনটিতে আগামী ৩ জুন হতে লকডাউন তুলে দেবার বিষয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ইতালির স্থানীয় সরকার ও প্রাদেশীক পরিষদ মন্ত্রী ফ্রান্সেসকো বুক্কা বলেন, লকডাউন তুলে দিলেও সবকিছু নিয়ন্ত্রণ করা হবে কঠোরভাবে। বড় ধরনের গণজামায়েত, ডিস্কো ও নাচের বারগুলো খুলতে সময় নেওয়া হবে আরও বেশ কিছু দিন!

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *