Breaking News

বউ বাজি রেখে নাটোরে মোবাইলে লুডুর জু’য়া, তারপর ঘটে গেল অবাক ঘটনা!

নাটোর: নাটোর সদর উপজেলার হালসা এলাকায় মোবাইল অনলাইনে বউ বাজি রেখে লুডুর জু’য়া খেলতে গিয়ে ঘটে গেল সংঘ’র্ষের মতো অবাক ঘটনা। এতে ফিরোজা (৪৫) এবং রেখা (৫০) নামে দুইজন আহ’ত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে পার হালসা আশ্রায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে শাজাহানের ছেলে আশিক (২৭) শুকুরের ছেলে মহসিন (২৫) শফি মন্ডলের ছেলে শহিদ (৩৫) মিলে মোবাইল ফোনে অনলাইন জু’য়া খেলছিলেন। এই জু’য়ায় তারা নিজেদের স্ত্রীদের বাজি রাখেন। বিষয়টি তাদের পরিবারের মধ্যে জানাজানি হয়।

পরে তাদের স্ত্রীরা এসে সেখানে ঝগ’ড়া ঝা’টি শুরু করেন। এসময় সেখানে উপস্থিত লোকজনের হ’স্তক্ষেপে তারা যে যার বাড়ি চলে যান। পরে রেখার ছেলে রাকিব ও রেখার ভাই রঞ্জু আশিকের বাড়িতে গিয়ে তার শাশুড়ি ফিরোজাকে মা’রপি’ট করে গু’রুতর আহ’ত করেন। এতে মহিউদ্দিনের স্ত্রী রেখা খাতুনও আহ’ত হন। আহ’তদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভিকটিমদের পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘ’র্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

অনলাইন জু’য়া খেলার ব্যাপারে তিনি জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁ’জখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *