Breaking News

শরণার্থী শিবিরে ১৪ বছরের ফিলিস্তিনি তরুণকে হ’ত্যা করল ইসরাইল

জর্দান নদীর পশ্চিম তীরের আল-খলিল (হেব্রন) শহরে ইহুদিবাদী সেনাদের হা’মলায় ১৪ বছরের এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ (বুধবার) ভোরে আল-খলিল শহরের দক্ষিণে আল-ফাওয়ার শরণার্থী শিবিরে দখলদারদের হা’মলায় ওই ফিলিস্তিনি তরুণ শহীদ ও অপর কয়েক জন আ’হত হয়েছে।

এর আগে গতরাতে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইসরাইলি সেনাদের হা’মলায় কয়েক জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।

এদিকে, ইসরাইলি কারাগারে চিকিৎসার অভাবে নুর জাবের আল বারগুসি নামের এক বন্দি শাহাদাৎবরণ করেছেন। ফিলিস্তিনে ওই শহীদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। অসুস্থ হওয়ার পরও জাবের আল বারগুসিকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয় নি বলে ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *