Breaking News

ময়মনসিংহে সরকারি ১১ বস্তা চালসহ ভ্যানচালক গ্রে’ফতার

ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চরখরিচা বাজার থেকে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ১১ বস্তা চালসহ ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় চাল পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল সেট জব্দ করে।

এ ঘটনায় স্থানীয় মবিন এন্টারপ্রাইজের ডিলার নুরুল ইসলাম মাস্টার, তার ছেলে মাজহারুল ইসলাম স্বপন, সিরতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মিয়া ও ভ্যানচালক জসিম উদ্দিনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে খাদ্য বিভাগ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার রাতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১১ বস্তা চাল একটি ভ্যানে করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সময় মাজহারুল ইসলাম স্বপন ও যুবলীগের খোকন মিয়া মোটরসাইকেলে ভ্যানের সঙ্গে ছিল। খবর পেয়ে চর খরিচা বাজারের লোকজন চালসহ ওই ভ্যানচালককে আটক করে পুলিশকে খবর দেয়।

এসময় মাজহারুল ইসলাম স্বপন ও খোকন মিয়া মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজন রাতেই ঘটনাস্থল পৌঁছে চাল জব্দ করে ভ্যানচালককে আটক করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসে।

রোববার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামুনুর রহমান সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *