Breaking News

কাঁঠালের ভেতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা আ’টক

কক্সবাজারের ইনানীতে কাঁঠালের ভেতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উখিয়ার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকায় থেকে ৬ হাজার পিস ইয়াবা তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মকবুল আহমেদ ছেলে রশিদ উল্লাহ (১৯), একই ক্যাম্পের মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)।

বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতরে ইয়াবা বহন করে ঢাকায় পাচার করছে, এমন খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারুক্তি মতে কাঁঠালের ভেতরে থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *