*পেনাল্টি এরিয়ায় ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরও সাড়া দেন নি রেফারি
*ম্যাচ শেষেও মরোক্কান খেলোয়াররা রেফারির দিমুখি আচরণের তীব্র প্রতিবাদে ফেটে পড়েন
*ক্রোয়েশিয়াকে জেতাতে মরিয়া ছিলেন রেফারি
*পেনাল্টি এড়িয়ার আশে পাশে অন্তত ৩ টি লেগিমেট ফাউল দেননি রেফারি।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে না। সেমিফাইনালে হেরে যাওয়া দুদল ভাঙা মন নিয়ে খেলতে নামে এই ম্যাচটা। তৃতীয় হতে পারলে ভালো, না হলেও ক্ষতি কিছু নেই–––এমন মনোভাবই থাকে দলগুলোর। তবে মাঠে নেমে জয়ের চেষ্টা করে ঠিকই।
আজ কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্যই ঝাঁপিয়েছে ক্রোয়েশিয়া–মরক্কো। দুদলের ফুটবলারদের মধ্যে দেখা গেছে উত্তেজনাও। তুমুল লড়াই শেষ পর্যন্ত ২–১ গোলের জয়ে হেসেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াই।
মরক্কোর বিশ্বকাপযাত্রার সমাপ্তি ঘটল ক্রোয়েশিয়ার কাছে হার দিয়ে
মরক্কোর বিশ্বকাপযাত্রার সমাপ্তি ঘটল ক্রোয়েশিয়ার কাছে হার দিয়েরয়টার্স
১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়ার ২৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তৃতীয় হলো ক্রোয়েশিয়া। বিশ্বকাপে সর্বোচ্চ তৃতীয় হওয়ার রেকর্ডটা অবশ্য চারবারের বিশ্বসেরা জার্মানির। চারবার তারা তৃতীয় হয়েছে।
ক্রোয়েশিয়া ও মরক্কো এবার নকআউটে উঠেছে একই গ্রুপ থেকে। গ্রুপ পর্ব দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল ছিল গোলশূন্য। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথম ১০ মিনিটেই ভিন্ন ছবি। রোমাঞ্চ ছড়িয়ে তখনই স্কোরলাইন ১–১। দুটি গোলেরই উৎস ফ্রি কিক। দুটি গোলে মিল আছে আরও। ফ্রি কিক থেকে বল জালে গেছে দুজনের মাথা হয়ে। দুই গোলদাতাই ডিফেন্ডার এবং দুজনেরই জার্সি নম্বর ২০। সপ্তম মিনিটে ক্রোয়েশিয়ার ফ্রি কিকে ইভান পেরিসিচের হেডে বল বাতাসে রেখে ইওস্কো গাভারলিওল জালে পাঠান। নবম মিনিটে মরক্কোর ফ্রি কিক ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল আসে গোলমুখে। সেই বল হেডে জালে পাঠাতে ভুল করেননি এই বিশ্বকাপের অন্যতম সেরা রাইটব্যাক আশরাফ দারি।
সমতার পর ক্রোয়েশিয়ার ওপর চাপ তৈরি করেছিল মরক্কো। রক্ষণ থেকে উঠে এসে হাকিমি প্রতিপক্ষের গোলমুখে বিপজ্জনকভাবে বল ফেলেছিলেন দুবার। গোল না পেলেও আক্রমণ চালিয়ে যায় মরক্কো। কিন্তু ঘুরে দাঁড়িয়ে ৪২ মিনিটে গোল করে বসে ক্রোয়েশিয়া। বাঁ দিক থেকে ফরোয়ার্ড মিসলাভ ওরসিচে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান পোস্টে লাগিয়ে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও আর পারেনি মরক্কো। ফলে জয় দিয়েই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া, যার মধ্যে তিনবারই তারা খেলেছে শেষ চারে।
মরক্কোরও এটি ছিল ষষ্ঠ বিশ্বকাপ। ১৯৮৬ সালে দ্বিতীয় রাউন্ডে খেলা ছিল এত দিন দলটির সেরা সাফল্য। বিশ্বকাপের শেষ চারে ওঠা দারুণ সাফল্য মরক্কোর জন্য। তবে আশরাফ হাকিমিদের রূপকথার দৌড় সেমিফাইনালে থামিয়ে দেয় ফ্রান্স। আফ্রিকার প্রথম দেশ হিসেবে মরক্কোর বিশ্বকাপ ফাইনাল খেলা হয়নি তাতে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেছিলেন, তাঁরা সেমিফাইনালে হেরে হতাশ। তবে চতুর্থ স্থানের চেয়ে তৃতীয় স্থানে থাকাটা কৃতিত্বের। কিন্তু তৃতীয় নয়; চতুর্থ হয়েই স্বপ্নের যাত্রা শেষ করেছে মরক্কো।
ক্রোয়েশিয়ার সেরা ফুটবলার লুকা মদরিচ ম্যাচের আগে বলেছিলেন, ‘এই দলে আটজন ফুটবলার আছে, যারা জানে বিশ্বকাপে পদক জয়ের মূল্য কতটা। গতবার বিশ্বকাপে দ্বিতীয় হয়েছিলাম। কাতারে তৃতীয় হতে মাঠে আমরা সেরাটা ঢেলে দেব।’
কথা রেখেছেন ৩৭ বছর বয়সী মদরিচ। আজই সম্ভবত বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলা এই প্লে–মেকার শেষটা রাঙালেন জয় দিয়েই।
হেরা তো টিনার দল না
আজকের পেলান্টি আর ফাউল জমা রেখেছে ফাইনালের জন্য😁
এ রকম রেফারি আর্জেন্টিনার দরকার। পেনাল্টির জন্য।
আর কতো ভাবে ইউরোপীয় দেশগুলো কে টান বে
ক্রোয়েশিয়া -২ মরক্কো- ০১
দুর্নীতিবাজ রেফারি বলে লাভ নাই
বিশ্বকাপের মতো আসরে রেফারির পক্ষপাতীত্ব!
এগুলি ভাবা যায়!!
ক্রোয়েশিয়ার প্রতি রেফারির ভালবাসাটা অতিরিক্ত হয়ে গেল না? ডিজগাস্টিং
এবার আগামীকাল দেখার পালা রেফাফির দেওয়া মেসিকে একটা পেনাল্টি উপহার
রাইট
শালার নাস্তিক রেফারি টাকা খেয়েছে
সত্য কথা বলতে কি এবারের ফিফার বিশ্বকাপ
খেলা দেখে একটা বিষয় খুবই ক্লিয়ার হয়েছি!
আর সেটা হচ্ছে ফিফা এবং তাদের সব দালাল
রেফারী গুলা কখনো চাইনা যে আমাদের এই
আফ্রিকা অথবা এশিয়ানরা কাপ জিতুক। এটা
কেউ মানুক আর নাই মানুক একটু খেয়াল করে
দেখবেন সবশেষে এসে কিন্তু এটাই প্রমাণ হচ্ছে।
Kal penalty chirachori hoibo
রেফারির ইভানাকে বেশি ভালো লেগেছে।
রেপারি সফল
Ekta nissit penalty maracco ke dilo na faltu refaree ekta.
সব জায়গায় একুই অবস্থা,
আরে কাতার বিশ্বকাপ ফুটবল এবার কলঙ্কিত করল ফিফা আর রেফাফির মতের দলকে সমর্থন করা
মরক্কো যখন বুঝে গিয়েছিলো রেফারি তাদের জিততে দিবেনা।তখন ওদের উচিত ছিলো খেলার ছলে রেফারির নাক বরাবর হাঁটু দিয়ে গুতা মারা।
এইবারের বিশ্বকাপে রেফারিং সবথেকে বাজে
খেলাটা হয়েছে রেফারি vs মরক্কো
Right
Yes
এই ভাবেই ব্রাজিল কে হারিয়েছে রেফারি।💗🇧🇷🇧🇷
Right
FRANS TO MACH GIVE MANY RAFARE HE FULL SUPPORT KORO CEA FOLLOWING THE WORLD
ব্রাজিলের সাথে এই একই কাজ করা হয়েছে।
মেসির দল হলে আজ ফ্রি কিকের বন্ন্য হই তো আর মেসি ফাও গোল দিতেন
https://youtu.be/KPYFbonO9gE
হারলেই আরেকজনের দোষ,,,,,,,,, সৌদিও রেফারির জন্য জিতেছিল নাকি???????
রাউন্ড অফ ১৬ তে যারা হেরেছে তাদের উচিত সবাই রেফারির বিরুদ্ধে মামলা করা🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
রেফারিরে লাল কার্ড দিলাম।
Apnader mot onujawi jodi refari chitting kore jitacce.
Tahole aj Argentina jodi jite jay tahole ki vabbo j Argentina k refari jitiyece tara khele jite ni.
R eto gulo match tara jitlo setao chitting kore refari jitaice r Brazil k refari haraice.
Etai vebe nibo ki??🤔🤔🤔
Ajkeo abar Messi der team er hoye refari tene khalabe , r vul Bal penalty debe
আইসিসির কাছথেকে এসব শিখেছে রেফারিরা।
ব্রাজিল কে হারানো হয়েছে,রেফারির কারনে রেফারি বড় দলের সাপোর্ট করে বলে ব্রাজিল ও সে যদি সেমিতে খেলা পরবে তা হলে তার বড় বিপদ হবে,
Opu Obiad Ullah ভাই আজকের রেফারি যেন ভালো হয়।
রাইট
Right refari sala soytan
Rite 2 palante daynai
কাফেররা মুসলমানের ভালো চায় না।
### we are Apel to FIFA Chairman 2nd Match Stat Qatar world Cup 3rdht Match. Becous Morocco Croatia Match Refaryes Many Decisions was Wrung.
right
রেফারীর ক্রোশিয়া প্রীতি নিন্দনীয়।।
এবারের কাপ মেসির জন্য এটা পরিস্কার করে দিয়েছে বিতর্কিত রেফারি।
Right
সঠিক।
CORRECT
দ্বিমুখী নীতি। এরা ও নীতিহীন।
রেফারি vs মরক্কো তাই রেফারি সফল
Right 100%.
এই রেফারিকে ফিফা থেকে চির দিনের জন্য নিষিদ্ধ করা হোক।
রেফারির কারনে পেনাল্টিনা আজ ফাইনালে
💯😭
রেফারি রেফারেন্সে মরক্কোর হার হলো। ফুটবল হেরে গেলো,,,
রেফারি জিতেছে