রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পরপরেই বিএনিপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।