‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে জামায়াত ইসলামী মাঠে নামার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
বিপ্লব কুমার বলেন, জুমার নামাজের পর জামায়াতের পক্ষ থেকে ৪০-৫০ জন ব্যক্তি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে একটি মিছিল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘নারায়ে তাকবির’ স্লোগান জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেয়া হয়। তারা এই স্লোগান দিয়ে বাইরে আসার চেষ্টা করছিল। ওরা আসলে মুসল্লির বেশে জামায়াতের লোক।
নয়াপল্টনের রাস্তা কেন আবার বন্ধ করে দেয়া হয়েছে- এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমাদের এ সিদ্ধান্ত। এখানে যারা বসবাস করেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় হুঁশিয়ারি দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, কোনো জামায়াত শিবিরকে নেতাকর্মীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
Zamat ki to-make ————naki
আতংক জামায়াত ইসলামীর
এই নেংটির বাচ্চাকে ভারতে পাঠানো হোক
সমস্যা কি জামাত হলেই,জামাত কি ইন্ডিয়া থেকে আসছে,নাকি মায়ানমার থেকে? তারা তো নিষিদ্ধ নয়,গায়ের জোর কয়দিন?
Tui ke, desh ki toder less dice
Joto manus namaj porese sobay jamat shibirer lok faltu.
পাগল হয়েগেছে
তুই কার লোক? জামাতের বিরুদ্ধে কথা বলবে আওয়ামী লীগ তুই পুলিশ তুই বলবি কেনো।
তুই কার লোক
জামায়েত এই দেশের সুনাগরিক সন্দেহ নাই আমাদের ভাই আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
তুই হিন্দু মুসলিমদের নামাজের কি বুঝবি?
এই বিপ্লব কুমার কে ধরে পিটিয়ে দালালি চারাও
নামে কিন্তু আপনি হিন্দু আপনি যত বড় মাপের অফিসার হন না কেন মুসলমানের নামাজ নিয়ে কথা বলিয়েন না। আপনারা জনগণের সেবক না আপনারা সরকারের দালাল।
তোদের বিচার আগে হবে
ইনশাআল্লাহ
Sala tor malauner baccha
শালা মালু অপেক্ষা কর জামায়াত আর বি এন পি তোমার ফাঁসি কার্যকর করবে
Your are wrong information.
তার মানে বলতে চাচ্ছেন নামাজ পড়লেই জামাতের লোক, চোরায় কয় কি!
এই পুলিশ রাজাকার
বিপ্লব কুমার ত আর মুসলমান নয় । ওর জাত শত্রু ত মুসলমান।
৮৫% মুসলমানের দেশ বাংলাদেশ। আর নাড়ায় তাকবীর এই ৮৫% মুসলমানের শ্লোগান ।আমি মনে করি শুধুমাত্র জামায়াত না যদি কেউ সত্যিকারে ইসলামের আদর্শের মুসলমান হয়ে থাকে তার শ্লোগান এটাই হওয়া উচিত তো সে জামায়াত হোক আর বি এন পি হোক অথবা আওয়ামীলীগ হোক। একজন দায়িত্ববান শিক্ষিত পুলিশ অফিসার তাকবীর নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন না ।
এইসব কুমার কামার শেখ হাসিনার দালাল এদের বাঁধা দিলে প্রতিহত করতে হবে সাথে সাথে একশান নিবেন
এই পুলিশ মুদির বাচ্চা