Breaking News

বিএনপি রাজনীতি শিখেছে আ.লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে: প্রধানমন্ত্রী

বিএনপি কিছু রাজনীতি শিখেছে আওয়ামী লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, তাছাড়া তাদের (বিএনপি) রাজনীতি আর কী ছিল?

তিনি বলেন, জিয়াউর রহমানের পকেট থেকে অবৈধভাবে জন্ম হয়েছে বিএনপির। ক্যান্টনমেন্টে বসে গোয়েন্দাদের সহায়তায় এই বিএনপির জন্ম। মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির দুই নেতা আমার কাছে এসে বলেছে তারা নাকি টাকা না দিলে মনোনয়ন দেয় না। টাকা না দেওয়া তাদের মধ্য থেকে একজন মনোনয়ন পায়নি। ওইভাবে নির্বাচন করে নির্বাচনে জেতা যায় না। এটা হলো বাস্তবতা। সকালে একজনের নাম যায়, দুপুরে একজনের নাম যায়, বিকালে আরেকজনের নাম যায়। এইভাবেই তাদের ইলেকশন হয়। ফেলো কড়ি, মাখো তেল অর্থাৎ যে টাকা দেবে সে প্রার্থী।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট দিয়ে কারচুপি শুরু করেছিল। এই কালচার কে নিয়ে এসেছে?এটা জিয়াউর রহমান শুরু করেছে। হ্যাঁ-না ভোটে না এর বাক্স পাওয়া যেত না। কেবল হ্যাঁ-এর বাক্স পাওয়া যেত।

শেখ হাসিনা এ সময় বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমালোচনা করে বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার পেটুয়া বাহিনী সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করে দেয়। ঢাবিতে রাতের অন্ধকারে ভিসিকে সরিয়ে নতুন আরেকজনকে বসিয়ে দিয়ে ভিসির পদটাও দখল করে নেয়।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষকসহ বহু নেতাকর্মীকে হত্যা করে। তাদের অত্যাচার-নির্যাতনে সারা বাংলাদেশ ছিল নির্যাতিত। তারা শুধু ক্ষমতায় থাকলেই না, ক্ষমতার বাইরে থেকেও অগ্নিসন্ত্রাসের কথা সবার জানা। ২০১৩-১৪ সালে প্রায় তিন হাজার মানুষকে দগ্ধ করে তারা। বাস, লঞ্চ রেল কোনো কিছুই তাদের হাত থেকে রক্ষা পায়নি।বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন- আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। এর প্রতিবাদে আমি ছাত্রলীগের হাতে বই খাতা কলম তুলে দিয়েছিলাম। বলেছিলাম- শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না, গ্রামে গিয়ে নিরক্ষর মানুষকে শিক্ষা দেবে। তারা সেটিই করেছে। আমাকে রিপোর্টও দিয়েছে। আমাদের পেটুয়া বাহিনী লাগে না।আমাদের শক্তি জনগণ।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

48 comments

  1. বেয়াদব মহিলা

  2. বেয়াদব মহিলা

  3. Mahabubur Rahman Shimu

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি শিখেছিলেন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরোয়ারদী এর কাছে।

  4. Mahabubur Rahman Shimu

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি শিখেছিলেন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরোয়ারদী এর কাছে।

  5. আজারা

  6. আজারা

  7. রাইট

  8. রাইট

  9. রং হেডেড, আদালত শিকৃত।

  10. রং হেডেড, আদালত শিকৃত।

  11. তাহলে ১৯৮৬র স্ব ঘোষিত বৈমান কে !

  12. তাহলে ১৯৮৬র স্ব ঘোষিত বৈমান কে !

  13. আপনাদের ভোট চুরি রাজনীতি সন্ত্রাসী জঙ্গিবাদী রাজনীতি বিএনপি শিখতে চায় না

  14. আপনাদের ভোট চুরি রাজনীতি সন্ত্রাসী জঙ্গিবাদী রাজনীতি বিএনপি শিখতে চায় না

  15. Choure liger Batpare Cale akhon.

  16. Choure liger Batpare Cale akhon.

  17. তাহলে তো ১৯৯১ সালে শিষ্যোর কাছে হেরে গেলেন

  18. তাহলে তো ১৯৯১ সালে শিষ্যোর কাছে হেরে গেলেন

  19. Eki dine bra ar arg er khela edike apnr to dekhchi kono khobor nai.apni achen BNP loiya, ogo piche to sar a jibon e poira thaklen ebar ektu khela upovog koren r amgoreo upovog korte den.😌

  20. Eki dine bra ar arg er khela edike apnr to dekhchi kono khobor nai.apni achen BNP loiya, ogo piche to sar a jibon e poira thaklen ebar ektu khela upovog koren r amgoreo upovog korte den.😌

  21. তুমি কার থেকে শিখছো ১৯৭১ সালের পর তুমি তো দেশে ছিল না এই দেশের জন্য যুদ্ধ করেছে ১৬ কুটি জনগণ তুমি কি করছো তোমার যে রাজনীতি তাও তো জিয়াউর রহমানের অনুদান বরং তুমি রাজনীতি করছ জিয়াউর রহমানের কারনে অতএব তোমার রাজনীতি শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকে যেহেতু যুদ্ধ করেছে ১৬ কোটি জনগণ তাদের অবদান এ দেশের জন্য তোমার কোন অবদান নাই

  22. তুমি কার থেকে শিখছো ১৯৭১ সালের পর তুমি তো দেশে ছিল না এই দেশের জন্য যুদ্ধ করেছে ১৬ কুটি জনগণ তুমি কি করছো তোমার যে রাজনীতি তাও তো জিয়াউর রহমানের অনুদান বরং তুমি রাজনীতি করছ জিয়াউর রহমানের কারনে অতএব তোমার রাজনীতি শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকে যেহেতু যুদ্ধ করেছে ১৬ কোটি জনগণ তাদের অবদান এ দেশের জন্য তোমার কোন অবদান নাই

  23. গাড়ি পুড়ানটাও?

  24. গাড়ি পুড়ানটাও?

  25. আলহামদুলিল্লাহ!তাহলে এইবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বীকৃতি পাওয়া গেলো বিএনপিও আন্দোলন করতে জানে,সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এতোদিন বলে আসছিলেন বিএনপির আন্দোলন করার মুরোদ নাই।

  26. আলহামদুলিল্লাহ!তাহলে এইবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বীকৃতি পাওয়া গেলো বিএনপিও আন্দোলন করতে জানে,সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এতোদিন বলে আসছিলেন বিএনপির আন্দোলন করার মুরোদ নাই।

  27. শিক্ষার জন‍্য সুদুর চিনে যাও

  28. শিক্ষার জন‍্য সুদুর চিনে যাও

  29. তাই তো আওয়ামী লীগ এরশাদের সাথে ভোট করে জাতীয় বেইমান হয়েছে।

  30. তাই তো আওয়ামী লীগ এরশাদের সাথে ভোট করে জাতীয় বেইমান হয়েছে।

  31. কিন্তু দুঃখের বিষয় দিনের ভোট রাতে চুরি করাটা শিখতে পারে নাই।

  32. কিন্তু দুঃখের বিষয় দিনের ভোট রাতে চুরি করাটা শিখতে পারে নাই।

  33. ওরে বাটপার

  34. ওরে বাটপার

  35. Ho akdom

  36. Ho akdom

  37. সব বাল ছিড়ু আপনারা..?

  38. সব বাল ছিড়ু আপনারা..?

  39. সৎ বোন বলা যায়

  40. সৎ বোন বলা যায়

  41. আওয়ামী লীগ কখনো কোন আন্দোলনের সফল না

  42. আওয়ামী লীগ কখনো কোন আন্দোলনের সফল না

  43. 86 Beiman mukhe amon kotha sova pay na

  44. 86 Beiman mukhe amon kotha sova pay na

  45. বর্তমান আওয়ামীলীগের জন্ম দাতা শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমান।

  46. বর্তমান আওয়ামীলীগের জন্ম দাতা শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমান।

  47. তাহলে তো বিএনপি ভোট চুরি করত, ভোট ডাকাতি করতো, বিনা ভোটে ১৫৪ জন এমপি বানাত, কই সেটা তো তারা করছে না।

  48. তাহলে তো বিএনপি ভোট চুরি করত, ভোট ডাকাতি করতো, বিনা ভোটে ১৫৪ জন এমপি বানাত, কই সেটা তো তারা করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *