Breaking News

সোহরাওয়ার্দী ছাড়া আরও যে দুই জায়গায় বিএনপির সমাবেশে আপত্তি নেই পুলিশের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও বিএনপির সমাবেশের জন্য আরও দুই জায়গার প্রস্তাব এসেছে পুলিশের কাছ থেকে। আগামী ১০ ডিসেম্বর বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে। এ ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেও সমাবেশ করতে পারে। সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

উপকমিশনার ফারুক হোসেন বলেন, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন। বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেন্যুর জন্য মতিঝিল বিভাগের ডিসির কাছে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি।

ডিসি আরও বলেন, তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর কোনো চিন্তা করা হয়নি। যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে, তাই এখন পর্যন্ত ডিএমপি সেই অবস্থানেই রয়েছে। কোনো রাস্তার ওপরে ডিএমপি অনুমতি দেবে না।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার ডিএমপি তা নিয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না চাওয়ার পেছনে বিএনপি কোনো কারণ উল্লেখ করেছে কিনা- জানতে চাইলে ডিসি ফারুক হোসেন বলেন, তারা সিকিউরিটির একটা থ্রেট ফিল করছে বলে জানা গেছে। তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে- সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের পুলিশি সহায়তা দেওয়ার প্রয়োজন সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

50 comments

  1. পুলিশলীগ

  2. পুলিশলীগ

  3. ধুর বেটা তর আপত্তির গুষ্টি কিলাই।

  4. ধুর বেটা তর আপত্তির গুষ্টি কিলাই।

  5. Kamal Uddin Headmaster

    পুলিশ দেশের কর্তা হতে পারেনা।
    বিএনপিকে তাদের পছন্দ অনুযায়ী স্থানে কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে।

  6. Kamal Uddin Headmaster

    পুলিশ দেশের কর্তা হতে পারেনা।
    বিএনপিকে তাদের পছন্দ অনুযায়ী স্থানে কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে।

  7. জনরোষের ভয়ে ভোট চোর অবৈধ জনপ্রতিনিধি ক্ষমতাসীন ভীতু যারা আপনারা তাদের কে নিয়ে ঐ স্থানে রাখতে পারেন ।

  8. জনরোষের ভয়ে ভোট চোর অবৈধ জনপ্রতিনিধি ক্ষমতাসীন ভীতু যারা আপনারা তাদের কে নিয়ে ঐ স্থানে রাখতে পারেন ।

  9. বিএনপিকে সরকার এতো ভয় পাচ্ছে কেন

  10. বিএনপিকে সরকার এতো ভয় পাচ্ছে কেন

  11. Hachan o to eidai koichilo

  12. Hachan o to eidai koichilo

  13. Mohammed Gias Uddin

    পুলিশের আপত্তিতে বিএনপির কি আসে যায়. পুলিশ কি বি এন পির রাজনৈতিক উপদেষ্টা ?

  14. Mohammed Gias Uddin

    পুলিশের আপত্তিতে বিএনপির কি আসে যায়. পুলিশ কি বি এন পির রাজনৈতিক উপদেষ্টা ?

  15. কমিশনার সাহেব বুঝে শুনে কথা বলেন, দেখেন আবার স্যাশন খাইয়েন না

  16. কমিশনার সাহেব বুঝে শুনে কথা বলেন, দেখেন আবার স্যাশন খাইয়েন না

  17. Police ar proti anurodh beshi barabari korben na, jonogoner pakkhe thakben, Awaleleg ar khomatay ashar shamvabona khub kom.

  18. Police ar proti anurodh beshi barabari korben na, jonogoner pakkhe thakben, Awaleleg ar khomatay ashar shamvabona khub kom.

  19. একন তো দখি বি এন পির বিরুদি দল আওমিলিগ না আসাল বিরুদ্ধি দল তু ভাই পুলিশ

  20. একন তো দখি বি এন পির বিরুদি দল আওমিলিগ না আসাল বিরুদ্ধি দল তু ভাই পুলিশ

  21. পুলিশের চোখে পড়েনা আওয়ামী লীগ রাস্তা বদ্ধ করে মিটিং করলে পুলিশের চোখে পড়েনা। আল্লাহ অন্যায়কারী চোখ অন্ধকরে দাও।

  22. পুলিশের চোখে পড়েনা আওয়ামী লীগ রাস্তা বদ্ধ করে মিটিং করলে পুলিশের চোখে পড়েনা। আল্লাহ অন্যায়কারী চোখ অন্ধকরে দাও।

  23. এক কাজ করুন সীমান্তবর্তী তিন বিঘা করিডোরে দিলে ক্যামন হয় ???আপনাদের ভয় কিসে কমবে ???জনগণ তো সব জায়গায় থাকবে !!!পারবেন কি দমিয়ে রাখতে ???হাহাহা !!!” অত্যাচারীরা চিরকালই ভীরু “

  24. এক কাজ করুন সীমান্তবর্তী তিন বিঘা করিডোরে দিলে ক্যামন হয় ???আপনাদের ভয় কিসে কমবে ???জনগণ তো সব জায়গায় থাকবে !!!পারবেন কি দমিয়ে রাখতে ???হাহাহা !!!” অত্যাচারীরা চিরকালই ভীরু “

  25. Mohammed Sirajul Mowla

    What a nice drama

  26. Mohammed Sirajul Mowla

    What a nice drama

  27. Police Kaz police korbe , rajniti te dookben na , eta rajniti bidder Kaz

  28. Police Kaz police korbe , rajniti te dookben na , eta rajniti bidder Kaz

  29. পুলিশের কথায় সভাবেশ।। হা হা🤣🤣
    বি এন পি গৃহপালিত দল নয়।।

  30. পুলিশের কথায় সভাবেশ।। হা হা🤣🤣
    বি এন পি গৃহপালিত দল নয়।।

  31. Shaikh Mohammad Shamim

    পুলিশ ভাইয়েরা দেশে কিন্তু এমপি মন্ত্রীরা থাকে না পালাইয়া বিদেশে যায়। আপনারা তখন কি করবেন, তাই নিরপেক্ষভাবে কাজ করেন।

  32. Shaikh Mohammad Shamim

    পুলিশ ভাইয়েরা দেশে কিন্তু এমপি মন্ত্রীরা থাকে না পালাইয়া বিদেশে যায়। আপনারা তখন কি করবেন, তাই নিরপেক্ষভাবে কাজ করেন।

  33. Kazi Mamunur Rashid

    ভীতুরাই জনগণ কে ভয় পায়।

  34. Kazi Mamunur Rashid

    ভীতুরাই জনগণ কে ভয় পায়।

  35. Shafiqul Alam Shaykat

    এইডা পুলিশ না ফুলিশ

  36. Shafiqul Alam Shaykat

    এইডা পুলিশ না ফুলিশ

  37. নয়া পল্টনে বিএনপি সমাবেশ করলে আপনাদের আপত্তি কিসের আপনাদের এত মাথা ব্যথা কেন তাদের জায়গা তারা সমাবেশ করবে তাতে আপনাদের আপত্তি কিসের

  38. নয়া পল্টনে বিএনপি সমাবেশ করলে আপনাদের আপত্তি কিসের আপনাদের এত মাথা ব্যথা কেন তাদের জায়গা তারা সমাবেশ করবে তাতে আপনাদের আপত্তি কিসের

  39. তোমাদের চোদার বেল নাই তোমাদের অনুমতি লাগবেনা

  40. তোমাদের চোদার বেল নাই তোমাদের অনুমতি লাগবেনা

  41. Emdadul Haque Mukta

    পুলিশের এতো আপত্তি থাকবে কেন।
    পুলিশ তো সাধারণ জনগণের টাকায় বেতন পাই। যে হেতু সাধারণ জনগণ সমাবেশ করতে চাইছে এতে পুলিশের আপত্তি থাকবে কেন।

  42. Emdadul Haque Mukta

    পুলিশের এতো আপত্তি থাকবে কেন।
    পুলিশ তো সাধারণ জনগণের টাকায় বেতন পাই। যে হেতু সাধারণ জনগণ সমাবেশ করতে চাইছে এতে পুলিশের আপত্তি থাকবে কেন।

  43. ঘুষের টাকা খেয়ে আর কতো নাটক করবি তোরা। তোদেরকে জাতী ক্ষমা করবেনা। অপেক্ষা কর শীগ্রই টের পাবি।

  44. ঘুষের টাকা খেয়ে আর কতো নাটক করবি তোরা। তোদেরকে জাতী ক্ষমা করবেনা। অপেক্ষা কর শীগ্রই টের পাবি।

  45. Orey ghada paw chata dalal. tongi ar purba chol dakha r bairey. Ghada a ta dakha hoilo ki korey. Bonda mi baad dia jonogon er kollaney kaaj korun . Thaholey jonogon valo vashbey aponadeer ke. Ar na holey jonogon thu thu marbey.

  46. Orey ghada paw chata dalal. tongi ar purba chol dakha r bairey. Ghada a ta dakha hoilo ki korey. Bonda mi baad dia jonogon er kollaney kaaj korun . Thaholey jonogon valo vashbey aponadeer ke. Ar na holey jonogon thu thu marbey.

  47. MD Mozammel Hossein

    ফালতু প্রস্তাব

  48. MD Mozammel Hossein

    ফালতু প্রস্তাব

  49. যে দেশে আইন নাই ওইদেশে পুলিশের কি দরকার, বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক দল আর বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যেকোনো জায়গায় সমাবেশ করার অধিকার রাখে, পুলিশের কাজ হচ্ছে সুস্থ ও সুন্দর ভাবে যেনো সমাবেশ হয় সেদিকে খেয়াল রাখা, তাদের কাজ থেকে অণমুতি নেয়ার নিতে হবে কেনো, এগুলো হচ্ছে দালালি তবে হ্য মনে রাখবেন জোর জুলম করে বেশিদিন সরকার থাকতে পারবে না, আর ওইদিন আপনাদের কাজকর্মের হিসাব দিতে হবে।

  50. যে দেশে আইন নাই ওইদেশে পুলিশের কি দরকার, বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক দল আর বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যেকোনো জায়গায় সমাবেশ করার অধিকার রাখে, পুলিশের কাজ হচ্ছে সুস্থ ও সুন্দর ভাবে যেনো সমাবেশ হয় সেদিকে খেয়াল রাখা, তাদের কাজ থেকে অণমুতি নেয়ার নিতে হবে কেনো, এগুলো হচ্ছে দালালি তবে হ্য মনে রাখবেন জোর জুলম করে বেশিদিন সরকার থাকতে পারবে না, আর ওইদিন আপনাদের কাজকর্মের হিসাব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *