বিশ্বকাপ শুরুর আগে গত কয়েকদিন ধরে কাতারের বিরুদ্ধে শুধু নেতিবাচক খবরই চলে আসছে পশ্চিমা মিডিয়ায়।অসহ্য গরম, নিয়ম-কানুনের জটিলতা,সময়- তো আরো নানা বিষয়ে সময় সময়ে আসছে একের পর এক অভিযোগ।এগুলোকে পাশ কাটিয়ে কাতারের বিরুদ্ধে কত কয়েকদিন যে অভিযোগ সবচেয়ে বেশি চর্চিত হয়েছে তা হলো ম্যাচ হারের জন্য প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডরকে ঘুষ দেওয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর ইকুয়েডরের ৮ জন খেলোয়াড়কে ঘুষ দিয়েছে কাতার। ঘুষের পরিমাণ নাকি ৭.৪ মিলিয়ন বা ৭৪ লাখ ডলার!ফলাফলও নাকি পূর্ব নির্ধারিত, ১-০ গোলে জিতবে কাতার।
এমন প্রেক্ষাপটে অনুষ্ঠিত আজকের উদ্বোধনী ম্যাচের তাই সবার ছিল বাড়তি মনোযোগ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কাতার আসলেই কি এমন কাণ্ড করে বসেছে! তবে ম্যাচে সময় কিছুক্ষণ যেতে না যেতেই সেই গুঞ্জন কর্পূরের মত উবে গেছে।সব জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়ে স্বাগতিক কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। জোড়া গোল করে লাতিন আমেরিকার দেশটিকে জয় এনে দিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার ও কাপ্তান ভ্যালেন্সিয়া।