Breaking News

আর্থিক অবস্থাটা যদি আরও ভালো থাকত, তাহলে আমার স্ত্রীকে আরও বেশি দিতে পারতাম: শরীফুল রাজ

গত মাসে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বেশ জমকালোভাবেই চিত্রনায়িকা পরীমনির জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। ভেন্যুর সাজসজ্জাও ছিল নজরকাড়া। অনুষ্ঠানে উপস্থিত থেকে পরীমনির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজও জন্মদিনের উৎসব জমিয়ে তুলেছিলেন। অথচ তাঁর নিজের জন্মদিনটি উদ্‌যাপিত হচ্ছে অনেকটাই নীরবে। গতকাল শুক্রবার ঢাকাই ছবির বর্তমান আলোচিত নায়ক শরীফুল রাজের জন্মদিন। সন্তানের সঙ্গে প্রথম জন্মদিন এটি তাঁর।

কীভাবে শুরু হলো জন্মদিনের প্রথম প্রহর? জানালেন ১২টা ১ মিনিটে স্ত্রী পরী ও তিন মাসের সন্তান রাজ্যকে নিয়ে বাসায় কেক কেটেছেন রাজ। বলেন, ‘বিয়ে, সন্তান—এসবের আগে আমি যখন একা ছিলাম, তখন আমার মতো করে আড্ডা মেরে, ফুর্তি করে জন্মদিন উদ্‌যাপন করেছি। কিন্তু এবার একেবারেই নিজের মতো করে আমরা তিনজন বাসায় জন্মদিনের কেট কেটেছি। বাইরের কাউকে রাখতে চাইনি। নিজের জন্মদিন নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি। এমনকি জন্মদিনের কেক কাটার ছবিও তুলিনি আমরা।’

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *