Breaking News

‘এই দেশ শেখ হাসিনার’

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘বাংলার মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে। আমরা কোনও জনসভার জবাব দিতে চাই না। এই দেশ আমাদের, এই দেশ শেখ হাসিনার। যারা এ দেশকে রক্তাক্ত করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়- তাদের ঠাঁই স্বাধীন বাংলার মাটিতে হবে না।’

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী ২৪ নভেম্বর যশোরে জনসভা করবে আওয়ামী লীগ। এই বিষয়ে শেখ হেলাল বলেন, ‘জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই জনসভা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ যশোর শামসুল হুদা স্টেডিয়াম ও পাশের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এই জনসভা হবে। সেখানে পাঁচ লাখ লোকের সমাগম ঘটানোর ঘোষণা দিয়েছেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা পালাবো না, ওরা (বিএনপি) পালাবে। ওদের সঙ্গে ২৪ নভেম্বরের পর দেখা হবে। সোজা কথা, ওরা থাকবে, নয় আমরা থাকবো। বাড়াবাড়ি করলে কোনও ছাড় দেওয়া হবে না।’

বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, খুলনা বিভাগের ১০ জেলার সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য রাখেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *