Breaking News

দ. আফ্রিকার বিপক্ষে হেরে যা বললেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যায় ভারত। এবার সেই পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়ে আসর শুরু করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত হারায় জিম্বাবুয়েকে।

রোববার অস্ট্রেলিয়ার পার্থে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না ভারত। লুঙ্গি এনগিডির গতির মুখে পড়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৩ রানে ইনিংস গুটায়।

টার্গেট তাড়ায় ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ১৩৩ রান করার পরও আমরা আশা করেছিলাম বোলিংয়ে দুর্দান্ত কিছু হবে। আমরা শুরুতে ওদের চাপে রাখলেও সেটা ধরে রাখতে পারিরনি। ডেভিড মিলার ও এইডেন মার্কওরাম ভালো ব্যাটিং করেছে। পরাজয়ে কোনো অজুহাত দিতে চাই না। আমরা সুযোগ পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারিনি।

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *