Breaking News

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে পাবেন রোগীরা

স্বাস্থ্যগত পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনে দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবা শুরু করে দেশের শীর্ষ এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ।’

পর্যায়ক্রমে সব বিভাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। শুধু বায়ো কেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট দেয়ায় রোগীদের দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে। এ ছাড়া সময় সাশ্রয় হবে রোগীদের, দূর হবে কষ্ট।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *