Breaking News

পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৭ কর্মকর্তার বদলি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুজন এএসপি রয়েছেন। বুধবার পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে- চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. আবুল কালাম সাহিদকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে জয়পুরহাট, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্ডি নাগকে চাঁদপুর, হবিগঞ্জের সদর সার্কেলের মাহফুজা আক্তার শিমুলকে সিলেট, কিশোরগঞ্জ সদর সার্কেলের মো. আল আমিন হোসাইনকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর ফুলবাড়ী সার্কেলের মো. আসাদুজ্জামানকে ঠাকুরগাঁও, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়া পুলিশ সদর দপ্তরের সংযুক্ত ফাতেমা ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, যশোর ক-সার্কেলের বেলাল হোসাইনকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের আসাদুজ্জামানকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, মিনহাজুল ইসলাম চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে, পিরোজপুর সদর সার্কেলের খন্দকার খায়রুল হাসানকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, জয়পুরহাট সদর সার্কেলের মো. শোসফেকুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার এবিএম রায়হানুল বারীকে চট্টগ্রামের সীতাকুন্ড সার্কেলে এবং গাজীপুর সদর সার্কেলের সানজিদা আফরিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার করা হয়েছে।

তাছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এএসপি মো. ফরহাদ ইমরুল কায়েসকে লালমনিরহাটের বি সার্কেলে এবং চট্টগ্রামের ৯ম এপিবিএনের এএসপি মো. সাহিদুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

 

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *