Breaking News

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আ.লীগ নেতা

ময়মনসিংহের ত্রিশালে আব্দুল ওয়াহাব নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বক্তব্য দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল ওয়াহাব ত্রিশাল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং ওর্য়াড এর সাবেক ইউপি সদস্য।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁতী লীগের এক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন তিনি । ওই সময় কয়েক মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেওয়া অবস্থায় হঠাৎ হার্টের যন্ত্রণা শুরু হলে সঙ্গে সঙ্গেই নিচের দিকে ঢলে পড়েন তিনি।

ওই সময় তাৎক্ষণিক মিটিংয়ে উপস্থিত নেতা-কর্মীরা আব্দুল ওয়াহাবকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে চলছে মাতম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরে বুধবার জুহর নামাজের পর শেষে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন বলেন, মঙ্গলবার রাতে তাঁতী লীগের এক অনুষ্ঠানে নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত সভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন। সভায় বক্তব্য দিতে দিতেই মারা গেছেন ত্রিশাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। তিনি এই সংগঠনের একজন ত্যাগী ও প্রভাবশালী নেতা। তিনি ছিলেন দলের প্রয়োজনে নিবেদিত প্রাণ। একজন সুস্থ মানুষ বক্তব্য দিতে দিতে আকস্মিক মৃত্যুর ঘটনায় উপজেলা আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *