Breaking News

নো বল বিতর্কে আম্পায়ারদের ধুয়ে দিলেন শোয়েব আখতার

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। কিন্তু এমন ম্যাচে কলঙ্কের ছাপ ফেলেছে নো বল বিতর্ক। কেউ কেউ নওয়াজের নো বলটিকে বাংলাদেশের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার আউট হওয়া বলে নো ডাকার বিষয়টিও মনে করে দিয়েছেন।

নো বল বিতর্কে আলোচনায় জড়িয়েছিলেন সাবেক অজি তারকা ক্রিকেটার ব্রাড হগ। এবার এই নো বল বিতর্কে খোঁচা দিয়ে উত্তাপ আরও বাড়িয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

১৯.৪ বলের সময় নওয়াজের ফুলটসট ডেলিভারিটিকে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারেন কোহলি। ফিল্ডার আসিফ আলী অবশ্য চেষ্টা করেছিলেন ছক্কা ঠেকাতে। তবে পারেননি। ছক্কার সঙ্গে আম্পায়ারের নো বলের সংকেতে ওই বলেই আসে ৭ রান। আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু ফিল্ড আম্পায়াররা সেটিকে তৃতীয় আম্পায়ারের কাছে না পাঠিয়ে নিজেদের সিদ্ধান্ত বহাল রাখেন।

কোহলির সেই শটের ছবি টুইটারে দিয়ে খোঁচা দিয়েছেন শোয়েব আখতার। সাবেক এই ফাস্ট বোলার লিখেন, আম্পায়ার ভাইয়েরা, আজ রাতের জন্য চিন্তার খোরাক দিয়ে দিলে।

শোয়েব অবশ্য এখানে থেমে যান, তবে তার ইঙ্গিতটা ছিল স্পষ্ট। শোয়েবের সেই পোস্টের নিচে ভারতীয় সমর্থকেরা হিসাব-নিকাশ করে দেখাতে চেয়েছেন আম্পায়ার ভুল ছিলেন না। এ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে কথার লড়াইও জমেছে বেশ।

অবশ্য তার আগে আরও একটি টুইট করে ম্যাচ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শোয়েব লিখেন, দুর্ভাগ্য! এটা নিশ্চিতভাবেই কঠিন লড়াইয়ের একটি ম্যাচ ছিল। নখ কামড়ানো এই ম্যাচটিকে দুনিয়ার সবচেয়ে বড় ক্রীড়া দ্বৈরথে পরিণত করেছে।

একই ছবি দিয়ে হগের সরাসরি প্রশ্ন, কেন নো বল রিভিও করা হলো না। তাহলে ফ্রি হিটে কোহলি বোল্ড হলো, সেটি কীভাবে ডেড বল হলো না।

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *