সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টা না যেতই শোকে স্ত্রীও মারা গেছেন।রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- মৃত আলাই মিয়ার ছেলে কামরুল ইসলাম কালা (৩৫) ও তার স্ত্রী সেগুন বেগম কুটিনা (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় মেঘনা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কামরুল ইসলামের মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী কামরুলের আকস্মিক মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েন তার স্ত্রীসহ পুরো পরিবারের লোকজন। তবে, রোববার সকালে স্বামীর মৃত্যুর শোকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কুটিনাও মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে কুটিনাকে বিকেলে দাফন করা হয়েছে।