Breaking News

আত্মহ’ত্যার ইঙ্গিত সোনু নিগমের!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পুরো বলিউডপাড়া এখন শঙ্কার মধ্যে আছে। ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। হতাশায় আত্মহ’ত্যা করেন এই অভিনেতা। তাকে সম্মান জানিয়ে তার এক ভক্তও আত্মহ’ত্যা করেছেন সম্প্রতি।
অন্যদিকে সুশান্তের মৃত্যুকে ঘিরে বলিউড ইন্ডাস্ট্রির মানুষদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে।, সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন গায়ক সোনু নিগম। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেছেন তিনি।
সোনু নিগম সেখানে বলেন, ‌‘শুধু অভিনয় জগতেই নয়, মিউজিক ইন্ডাস্ট্রিও মাফিয়ারা ধ্বংস করে চলেছে। একাধিক উঠতি গায়ক-গায়িকদের স্বপ্ন ভাঙছে রোজ। আজ যেটা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ঘটেছে, কাল সেটা কোনও গায়ক কিংবা সংগীত পরিচালক,গীতিকারের সঙ্গেও ঘটতে পারে। ফিল্মের চেয়ে বড় মাফিয়া মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে।’

প্রযোজক ও পরিচালক রাজি থাকা সত্ত্বেও মিউজিক কোম্পানির ইশারায় গান গাওয়ার সুযোগ পেয়েও বঞ্চিত হন অনেকেই। বলা হয় ‘ও আমাদের শিল্পী নয়, গাওয়ানো যাবে না। এই মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে দুজন লোক। অনেক নতুনদের তারা কাঁদিয়েছেন। আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার কাজও কেড়ে নেওয়া হয়। অরিজিতের সঙ্গেও এমন হয়েছে।’
সোনু নিগম আরও বলেন, ‘এমনও হয় আমাকে ডেকে গান করিয়ে সেই গান বাদ দেয়। এটা অসহ্য, আমি ১৯৯১ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার সঙ্গে এটা করা হলে আমি তো ভাবতেও পারি না ছোট ছোট ছেলেমেয়েগুলোর সঙ্গে কী করা হয়! একটু দয়াবান হন, যাতে আর কাউকে না আত্মহ’ত্যা করা লাগে।’

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *