Breaking News

বড়দের সামনে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে কয়েকদফা সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বড়দের সামনে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (৭অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারীর মাখল কালদাইর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মাখল কাল দাইর গ্রামের রাকিব (২০), মোজাম্মেল (২০), জাহাঙ্গীর (২৫), জহুর আলী (৬০), মোশারফ(৩৫), আসাদ (৫০), সিরাজুল (৪৬), মফিজ উদ্দিন (৫০), আবুল হোসেন (৫৫), মো. হাফিজুল ইসলাম (১৮), নজরুল ইসলাম (৬০)।

জানা যায়, মফিজুলের সাথে প্রতিবেশি জহুর উদ্দিনের ছেলে রাকিবের সিগারেট খাওয়া নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে উভয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফায় দুই গ্রুপের শতাধিক লোকের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে নজরুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিগুয়ারী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুর উদ্দিন বলেন, মফিজুল বিএনপি সমর্থক। এলাকায় কিশোর গ্যাং তৈরি করাকে কেন্দ্র করে রাকিবের সাথে মফিজুলের দ্বন্দ্ব হয়।

পরে তারা সন্ত্রাসী নিয়ে হামলা করে।ইউপি চেয়ারম্যান তাইজুদ্দিন মৃধা বলেন, দুই গুষ্টির মধ্যে ঝগড়া হয়েছে। উভয়ের লোকজন আহত হয়েছে। কিশোর গ্যাং তৈরির বিষয়টি এলাকার জন্য হুমকি। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এঘটনায় এখনও কোন পক্ষ মামলা করেনি।

Check Also

সরকারের দেওয়া আশ্রায়ণের ঘর নিয়ে বিপাকে ভিক্ষুকপুত্র

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় সরকারের আশ্রায়ণ প্রকল্পের (খ শ্রেণি) ঘর পেয়েও সেখানে বসবাস করতে পারছেন না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *