Breaking News

চলতি সপ্তাহেই বাড়ছে বিদ্যুতের দাম

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো: আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতার কারণে তেল বা গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্রগুলোতে উৎপাদনে লোকসান বাড়ছে প্রতিদিন। এতে করে বিদ্যুত উৎপাদনে সরকারের ভর্তুকি বাবদ বরাদ্দ বাড়াতে হচ্ছে। গত রবিবার এক চিঠিতে এত পরিমাণ ভর্তুকি দিতে আপত্তি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ভর্তুকি কমাতে বিদ্যুত বিভাগকে বিদ্যুতের দাম বাড়াতেও বলা হয়েছে ওই চিঠিতে।

একইসঙ্গে শেষ হতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানির পর নির্ধারিত তিন মাস সময়ও।সেইসাথে অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দাম রোববার (২ অক্টোবর) থেকেই কার্যকর করা হবে।এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো: আব্দুল জলিল বলেন, বেশি দাম নেয়ার ব্যাপারে গ্রাহক অভিযোগ দিলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।এ ছাড়া অক্টোবর মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রায় ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই বহাল রয়েছে।

Check Also

সরকারের দেওয়া আশ্রায়ণের ঘর নিয়ে বিপাকে ভিক্ষুকপুত্র

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় সরকারের আশ্রায়ণ প্রকল্পের (খ শ্রেণি) ঘর পেয়েও সেখানে বসবাস করতে পারছেন না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *