Breaking News

বিএনপি কোয়ার্টারে হেরেছে, সেমি আর ফাইনালেও হারবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বিএনপি। ১০ ডিসেম্বর গেলো, শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া তারা (বিএনপি) কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে, তার মধ্যে নতুন কোনও দাবি নেই। তারা আন্দোলনে হেরেছে। এর মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে; তারা হেরেছে। এরপর সেমিফাইনাল, নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায় বিএনপি হারবে।’
সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ ৭ বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ‘দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনও সংকট নেই।’
এর আগে সকাল সাড়ে ৮টায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ছয় জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ওবায়দুল কাদের বলেন, ‘কেন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। বিষয়টি চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ তদন্ত করে দেখবেন।’

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও কেন্দ্রীয় অন্য নেতারা বক্তৃতা করেন।
সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পদ প্রত্যাশী, নেতাকর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করে রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গড়ার আহ্বান তৃণমূল নেতাকর্মীদের।
সবশেষ ২০১৫ সালের ২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের সম্মেলনে ২১৮ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে পরবর্তী তিন বছরের জন্য ঘোষণা হবে নতুন কমিটি।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

14 comments

  1. ওরা হেরেছে না জিতেছে এইটা নিয়ে তোর এত মাথাব্যথা কেন রে বেটা। কবে যে ভালো হবি?

  2. Taluckder Shah Alam

    কোয়ার্টারে হারলেতো সেমিফাইনালে বা ফাইনাল খেলার সুযোগ নেই।।

  3. মিছে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন।

  4. ফালতু একটা

  5. ছি ছি এ লজ্জা বলার মত না।

  6. M Sumon Islam Sumon

    আসলেই নিলজ্জ।

  7. Kuatare Harley semite gelo ki kore r semite Harley fainale gelo ki kore 😂😂

  8. Mohammad Shelim Ahmed

    শালা শালা মূর্খ। কোয়াটার ফাইনাল হেরে গেলে সেমিফাইনাল খেলার সুযোগ তাও শালা মূর্খ জানে না। শালা মূর্খের দল।

  9. কাউয়া কা।

  10. শরম করতাছে আমার 😁😁😁😁

  11. ভোরের ফুল

    Chor ra pulis sathe niye churi kore

  12. ঠিক কথা বলেছেন আপনি। কাউয়া কাক্কু রেফারি কিন্তু আপনাদের ছিলো।নিরপেক্ষ রেফারি নিয়ে মাঠে আসেন।তার পরে দেখবেন আপনার গুয়া দিয়া কয়টা গোল দেওয়া হয়।

  13. তে মানুশের বাচ্চা না

  14. পুরাই পাগল।