Breaking News

ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ব্যাংক দুটি থেকে বড় অঙ্কের ঋণ অনিয়মের ঘটনা ঘটে। ব্যাংক খাতে এখন এ নিয়ে আলোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতেই ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয়

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যনেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক আবুল কালামকে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে পেমেন্ট সিসটেম বিভাগের পরিচালক মুতাসিম বিল্লাহকে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, সম্প্রতি যেসব আলোচনা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা, পর্যবেক্ষকেরা তা তদারক করবেন।

Check Also

পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. মুনির …

10 comments

  1. ডাক্তার পৌছিবার পূর্বেই রোগীটি মরিয়া গেছে।

  2. Abu Taher Mohammed Ayub

    পর্যবেক্ষের জন্য পর্যবেক্ষক লাগবে।

  3. তার মানে ঠিক ই জয় বাংলা হয়ে গেছে।

  4. Islam Mollick Firojul

    ব্যাংক তো আরোও আছে????

  5. পর্যবেক্ষক প্রত্যাহার করিয়া স্বার্থ হাসিল করিয়া আবার পর্যবেক্ষক নিয়োগ! সাব্বাশ বাংলাদেশ ব্যাংক।

  6. Nuruzzaman Mahmud Tanvir

    আর নিয়োগ করে কি হবে, অলরেডি জয়বাংলা, লুঙ্গি সামলা হয়ে গেছে।

  7. Mara put….doesn’t Come to the high cort.

  8. জয় বাংলা হয়েগেছে

  9. কানামাছি ভোঁভোঁ।

  10. ২০১৯ সালের পর বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ স্থগিত রাখলো কেন?