“সেক্স স্লেভারি” বা যৌনদাসী বানানো একটা গুরুতর অপরাধ। ইডেনে এই অপরাধ করেছে ছাত্রলীগ। তারা ছাত্রীদের বে শ্যা বৃত্তিতে বাধ্য করেছে। এইটা যুদ্ধাবস্থায় হতে দেখেছি সাম্প্রতিক কালে সিরিয়ায়। বাংলাদেশের মাটিতে এমন ভয়াবহ অপরাধ ঘটে গেলেও বাংলার কার্ল মাক্স, গরীবের জুলিয়ান এস্যাঞ্জ বা সিমন দ্য বোভেয়া আর ফইন্নির পুতেরা এই বিষয় নিয়ে স্পিকটি নট।
চেক করে দেখেন তাদের ওয়াল।
যারা আমার টুইটার আর ফেইসবুকের লেখার গন্ধ শুকে মেম টেম বানায় তারা কেন নিশ্চুপ। নারীবাদীরা কেন নিশ্চুপ। নাস্তিকেরা কেন নিশ্চুপ?
এখন বুঝেছেন তো এই সব পোগতিশীলতা আসলে ইসলাম কুপানির অছিলা। এই কাজ মাদ্রাসায় হইলে দেখতেন, চিল্লায়ে দুনিয়া মাথায় তুলতো।
হাতেনাতে ধরায়ে দিলাম। চেক করে দেখেন।