একাত্তরের ঘা’তক দা’লাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ১৯৭১ সালের মহান মু’ক্তিযু’দ্ধে বাংলাদেশ কখনোই জয়ী হতে পারতো না, যদি না ভারত সহযোগিতার হাত বাড়িয়ে না দিতো।
মু’ক্তিযু’দ্ধে আমরা সবসময় ৩০ লক্ষ মানুষের প্রাণ দেওয়ার কথা বলি। পাশাপাশি এও মনে রাখতে হবে, প্রায় ১৭ হাজার ভারতীয় সৈন্য জীবন দিয়েছেন বাংলাদেশ স্বাধীন করার পেছনে। তাই ভারতের ঋ’ণ কখনো শোধ হবার নয়।
‘একাত্তরে ভারত ও চীনের ভূমিকা’ শীর্ষক একটি ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঘা’ত’ক দা’লা’ল নি’র্মূল কমিটি। সেই সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ভারত সম্পর্কে এসব কথা বলেন শাহরিয়ার কবির। একই সঙ্গে মু’ক্তিযু’দ্ধে চীনের ভূমিকার সমা’লোচনা করে তিনি বলেন, চীনের ম’দদে’ই একাত্তরের গণহ”ত্যা সংগঠিত হয়েছে। একা পাকিস্তানের পক্ষে এত বড় গণহ”ত্যা চালানো সম্ভব ছিলো না।
শাহরিয়ার কবির বলেন, আজ অনেকেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরির পক্ষে। এটা করার আগে বারবার ভাবতে হবে। সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমরা যেন স্বাধীনতার ইতিহাস ভুলে না যাই কিংবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ’সম্মান না করি। এই চীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। যু’দ্ধের সময় আমাদের চিরশ’ত্রু পাকিস্তানকে প্রকাশ্যে সহযোগিতা করেছে।