Breaking News

স্বামী দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন পরকীয়া প্রেমিকের সঙ্গে

বাস্তবতা হার মানায় সিনেমাকেও। এই কথাই প্রমাণ করলেন এক যুবক। তার নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া বড়জোড়ার শালগাড়ায় ঘটেছে এ ঘটনা। স্ত্রীর প্রেমিকের সঙ্গে বিয়ের ঘটনায় শালগাড়াতে চাঞ্চল্য পড়ে গেছে।
স্থানীয়রা জানান, শালগাড়া গ্রামের বাসিন্দা রাখি বাগদির বিয়ে হয় আউসগ্রামের অভিরামপুরের প্রদীপ বাগদির সঙ্গে। ২০১৭ সালে তাদের বিয়ে হওয়ার পর বর্তমানে তাদের একটি তিন বছরের বাচ্চা রয়েছে।

এদিকে ওই নারী শালগাড়া গ্রামেরই সুরেশ বাউরির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ের। স্বামী তার স্ত্রীর সম্পর্কটি জানতে পরেন। তাই তিনি স্ত্রীর সেই প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের ব্যবস্থা করেন। স্ত্রীর বিয়ে দিয়ে তিনি নিজ বাড়ি আউসগ্রামে ফিরে যান।

Check Also

শাকিব খান বুবলীর প্রথম স্বামী নন!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *