জনপ্রিয় ইউটিউবার এবং রেডিও হোস্ট রাবা খানের ছোটগল্পের বই ‘বান্ধবী’ উপহার পেয়েছেন লেখক ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল।বইটির প্রকাশক ও সাংবাদিক অনিক খান নিজের ফেসবুক পেজে বিষয়টি জানান। বইটি ইতিমধ্যে ফেসবুকে আলোচনার ঝড় তুলেছে।
বৃহস্পতিবার রাতে অনিক খান তার ফেসবুকে লেখেন, ‘রাত ১১ থেকে রাত ১টা- Muhammed Zafar Iqbal স্যারের সঙ্গে একাকী দুই ঘন্টার কোয়ালিটি আড্ডা!’
‘বইমেলা, লেখালেখি, নতুন লেখকদের আবির্ভাব, বই বিক্রির অতীত-বর্তমান-ভবিষ্যৎ; কারো কারো বই না পড়েই ধুন্ধুমার গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া যেমন উনার ‘ভূতের বাচ্চা সোলাইমান’ থেকে Raba Khan-এর ‘বান্ধবী’ পর্যন্ত থেকে অন্যান্য এমনি নানা বিষয়ে গল্পগুজব!’
‘আলোচনার বেশিরভাগ বিষয়ে ভীষণ হতাশার কারণেই সেগুলো শেয়ার করার জন্য স্যারের থেকে সময় নিয়ে বসা…’ “অথচ, আমার সবগুলো হতাশারই ‘তুমি এভাবে ভাবছো কেন…’ দিয়ে বাক্য শুরু করে একেকটা অদ্ভুত সুন্দর ‘পজিটিভ’ দিক দেখিয়ে, কমলা ও লাভ ক্যান্ডি খাইয়ে, বই উপহার দিয়ে, নিজের কাজ বাদ দিয়ে আমার বুক ভরা হতাশাকে এক জাদুমন্ত্রে উড়িয়ে দিয়ে আমার মুখ ও বুক হাসিহাসি ও হালকা করে তবেই দরজা পর্যন্ত এগিয়ে এসে বিদায় দিলেন!” ‘স্যার শেখালেন- ভালো লেখা হলে লেখক টিকে যাবে, ভালো না হলে এমনিতেই ঝরে যাবে! এটা নিয়ে হতাশ বা বিচলিত হবার কিছু নেই! আর সাহিত্যে বা যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে এক্সপেরিমেন্টল কাজ হবেই, কোনো নিয়ম বা আইন দিয়ে তা বেঁধে দেয়া উচিত না!*’
‘*একদম কোট আনকোট নয় তবে যতদূর মনে পড়ে বক্তব্যটা এমনই ছিল!’অনিক খানের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে রাবা খান বলেছেন, ‘আমার প্রকাশক অনিক খান এবং মুহাম্মদ জাফর ইকবাল স্যার একসঙ্গে’।
তিনি জাফর ইকবালকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ স্যার আমার পরীক্ষামূলক বইটির প্রসংশা করার জন্য এবং আশির্বাদ দেওয়ার জন্য’।
‘বান্ধbi’ বইটি বইমেলা-২০১৯ এ প্রকাশ করেছে বর্ষা দুপুর। বইটি এখন রকমারিতে পাওয়া যাচ্ছে।